পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় অ্যাক্শন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো” কর্তৃক জুনিয়াদহ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি (স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা কার্যক্রম) বাস্তবায়িত হয়ে আসছে। অত্র ইউনিয়নের ১৫ টি গ্রামে ৯৫৩৭ টি খানাই ৩৯৭৬২ জন লোক বসবাস করে, যার শিক্ষার হার ৫৮%। এই ইউনিয়নের জনগনের শিক্ষার হার কম থাকায় বিভিন্ন প্রকার রোগ-ব্যাধিতে স্থানীয় গ্রাম্য ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিয়ে আসছে।। এরই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা গ্রাম্য জনগোষ্ঠির উন্নততর চিকিৎসার জন্য আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর এক বিশেষ ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতায় অদ্য গাইনী স্বাস্থ্যক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী পরিচালক জনাব, জে. এম. নাজিমুদ্দীন আক্কেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব, মোঃ ওয়াজেদ হোসেন আরও উপস্থিত ছিলেন পরানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো ঃ ইমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ঋণ সমন্বয়কারী জনাব সুখকৃতী অধিকারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং চিকিৎসা সেবা গ্রহনকারী সকলেই সংস্থার গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রসংশা করেন এবং ভবিষ্যৎতে সংস্থার কার্যক্রমের কলেবর বৃদ্ধির কামনা করে। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন সংস্থার এসডিও জনাব মোঃ সোহেল রানা।
গত ১৮/০৪/২০১৯ ইং তারিখ রোজ বৃহসপতি বার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা ও ডা. শামরিন সুলতানা সহযোগীতায় পরানখালী স্ট্যাটিক ক্লিনিক প্রাঙ্গনে “ফ্রি গাইনী ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ইউনিয়নের দরিদ্র নিপীড়িত ১৪৯ জন নারী ১ জন পুরুষ ও শিশু ৬ জন মোট ১৫৬ জন রোগীর রোগ নির্ণয়, প্রেসক্রাইব ও সুপরামর্শ প্রদান করা হয়। এখানে উল্লেখ যে, সমস্ত রোগীর রোগ নির্ণয় ও প্রেসক্রাইব করা হয় এবং রোগীদেরকে ্ঔষধ গ্রহনের পর ফলোআপ করার জন্য নির্ধারিত দিনে স্যাটেলাইট ক্লিনিকে আসতে বলা হয়।